spot_img
spot_img

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, সন্ধ্যা ৬:৫২

প্রচ্ছদব্যবসা বাণিজ্যপ্রধানমন্ত্রীর ঘোষিত ঋণ প্যাকেজ বাস্তবায়নে সাউথ বাংলা ব্যাংকের চুক্তি

প্রধানমন্ত্রীর ঘোষিত ঋণ প্যাকেজ বাস্তবায়নে সাউথ বাংলা ব্যাংকের চুক্তি
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃহৎশিল্প ও সেবা খাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস, সাউথ বাংলা ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মো. জিয়াউল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঋণ প্যাকেজের আওতায় গ্রাহকরা সাড়ে চার শতাংশ সুদে ঋণ পাবেন, বাকি সাড়ে চার শতাংশ সুদ সরকার ব্যাংকগুলোকে ভর্তুকি দেবে।

বিজ্ঞপ্তিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত