দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত এ্যালকোহল পানে প্রাণ হারালো ৪ যুবক।নিহতরা হলেন বিরামপুর পৌরসভার মহাম্মদপুর (মাহমুদপুর) গ্রামের বাসিন্দা।
১। আইজুল হোসেন, পিতাঃতোজামেল হোসেন, বয়স (৩০)২। ছাত্তার, পিতাঃ জলিল,বয়স আনুমানিক (২৮) ৩। মোহাসিন,পিতাঃ সুলতান, বয়স আনুমানিক (২৯) ৪। মতিন, পিতাঃআনোয়ার রহমান আনো,বয়স (২৫)।
নিহতদের লাশ বিরামপুর থানা পুলিশের হেফাজতে আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুররহিম মেডিকেলে প্রেরণ করা হবে।
বার্তা প্রেরক :
মাসুদ