মীরসরাই উপজেলায় নতুন করে আরও ১জন করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ জন। আক্রান্ত ব্যাক্তি ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছালেহ্ আহাম্মদ মেম্বার বাড়ির বাসিন্দা। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
ডা. মিজানুর রহমান জানান, আজ শনাক্ত হওয়া রোগী একজন সচেতন ব্যক্তি। তার বয়স ৪৫ বছর এবং তিনি একজন পুরুষ।
জানা যায়, ৪৫ বছরের ঐ ব্যাক্তি একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত আছেন। গত কয়েকদিন যাবত অসুস্থ্যতা অনুভব করলে তার চট্টগ্রামের কর্মস্থল থেকে তিনি নিজে গিয়ে কয়েকদিন পূর্বে বিআইটিআইডি হাসপাতালে নমূনা জমা দেয়। কিন্তু আজ সে তার নিজ গ্রামের বাড়ি ফিরে আসে। বিআইটিআইডি থেকে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি তার নমূনা পরীক্ষায় করোনাভাইরাস “পজিটিভ” বলে জানায়। পরবর্তীতে তাকে নিজ এলাকা থেকে চট্টগ্রামের সদ্য নির্মিত বেসরকারী ফিল্ড হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে এখন সে ভালো আছে বলে জানা যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিপিএম (বার) জানান, আমাদের কাছে ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন করোনা পজিটিভ রোগীর তথ্য এসেছে। তার ঠিকানা মোতাবেক গিয়ে সরকারী নির্দেশনা মোতাবেক তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসাদের শনাক্ত করে তাদেরও নমূনা টেষ্ট করবে আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমরা সকলকে স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করেছি।
বার্তা প্রেরক
মোঃ ফারুক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি