spot_img
spot_img

মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২, ১৯ আশ্বিন ১৪২৯, রাত ৩:৩৩

প্রচ্ছদসারাদেশধরলা নদীতে নৌকা ডুবি : ৪ জনের লাশ উদ্ধার

ধরলা নদীতে নৌকা ডুবি : ৪ জনের লাশ উদ্ধার

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বকশীগঞ্জ বাজার থেকে পূর্ব দিকে সাতভিটা নামক স্থানে ধরলা নদীতে নৌকা ডুবে ৪ জন মারা গেছেন।

জানা গেছে, বৌভাতের অনুষ্ঠান শেষে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে বৃষ্টি নামলে নৌকাটি ডুবে যায়। এতে অনেকে সাঁতরে তীরে পৌঁছালেও কনের বাবা সহ চার জন নিখোঁজ হন।

বৃহস্পতিবার (২৮মে) সকালে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করে।

নিহত চার জন হলেন,কনের বাবা নুর ইসলাম (৫০), আমেনা বেগম, নুর ইসলাম (৫২),ও কামরুজ্জামান। নিহত ব্যক্তিরা সবাই দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনোরঞ্জন সেন জানান, বুধবার (২৭মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত  এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সাময়িক বন্ধ ঘোষণা করে। পরদিন বৃহস্পতিবার (২৮মে) সকাল ৮টায় রংপুর থেকে ডুবুরি দল এসে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করে।

 বার্তা প্রেরক :

 মোঃ সাহেব আলী

 উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত