সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালি পয়েন্টে ভেড়ী বাঁধ সংস্কার ও পুননির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বাংলাদেশ সেনাবাহিনীর যশোর এরিয়া জিওসি উক্ত ভেড়ী বাঁধ সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাতক্ষীরা, নির্বাহী প্রকৌশলী পাউবো এবং সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ জেলা প্রশাসন সেনাবাহিনী এবং পাউবোকে সার্বিক সহযোগিতা এবং প্রতিটি পয়েন্টে কার্যক্রমে সমন্বয় করবে। উপকূলীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ যে, বিগত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার ভেড়ী বাঁধ ভেংগে আশাশুনি, শ্যামনগর উপজেলা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এখনো মানুষ পানি বন্ধী জীবন যাপন করছে। তাদের সকলের প্রত্যাশা এবার বাঁধ সংস্কার সঠিকভাবে হবে।
বার্তা প্রেরক
মহসিন আলম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি