কয়েক দফা তারিখ পরিবর্তনের পর আজ ৩১ শে মে প্রকাশিত হলো এসএসসি ও সমমানের ফলাফল। উপজেলায় এবার জিপিএ ৫ প্রাপ্তির শীর্ষ স্থানে রয়েছে উথলী উচ্চ বিদ্যালয়।
এ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১৫৭, পাশ ১৪৯ জিপিএ-৫,পেয়েছে ৪১ জন। এছাড়া উপজেলার অনান্য বিদ্যালয়ের ফলাফল হলোঃ গুজিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১১৫,পাশ ১০৭, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পঞ্চদাস জামতলা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৬১, পাশ ৫৫ জিপিএ-৫ পেয়েছে ৫জন। খাদইল ইউনাইটেড উঃবিঃ মোট পরীক্ষার্থী ৬৯ পাশ ৬৬ জিপিএ-৫ পেয়েছে ১৩জন। রহবল উঃবিঃ মোট পরীক্ষার্থী ৮০, পাশ ৭৪, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
গুজিয়া বালিকা উচ্চ বিঃ মোট পরীক্ষার্থী ৫০, পাশ ৫০, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। শিবগঞ্জ পাইলট উচ্চ বিঃ মোট পরীক্ষার্থী ৯১, পাশ ৮৮, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। দাড়িদহ উঃবিঃ মোট পরীক্ষার্থী ১০৮, পাশ ১০৩, জিপিএ-৫ পেয়েছে ২০ জন।গাংনগর উঃবিঃ মোট পরীক্ষার্থী ২৪০, পাশ ২২৬ জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। কিচক উঃবিঃ মোট পরীক্ষার্থী ১৩৪, পাশ ১৩০, জিপিএ-৫ পেয়েছে ২২ জন।মোকামতলা উঃবিঃ মোট পরীক্ষার্থী ১৭২, পাশ ১৫২, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। শিহালী উঃবিঃ মোট পরীক্ষার্থী ১৫৯, পাশ ১৪৭, জিপিএ-৫ পেয়েছে ২২ জন। বিহার উঃবিঃ মোট পরীক্ষার্থী ১২৭, পাশ ১২৯, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। দামগারা সৈয়দ মিনা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৬১,পাশ ৫৭ জিপিএ-৫ পেয়েছে ৪ জন। আটমুল উঃবিঃ মোট পরীক্ষার্থী ৪৫, পাশ ৪০, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। সৈয়দপুর ইসলামিয়া উঃবিঃ মোট পরীক্ষার্থী ৫৬, পাশ ৪৮, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
অভিরামপুর উঃবিঃ মোট পরীক্ষার্থী ৮২, পাশ ৭৯, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মহাস্থান উঃবিঃ মোট পরীক্ষার্থী ১৩৬, পাশ ১২৬, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মোকামতলা বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ১৬৮, পাশ ১৫৯, জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। ভরিয়া উঃবিঃ মোট পরীক্ষার্থী ৫৫, পাশ ৪৫, জিপিএ-৫ নাই। চন্ডিহারা বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৩৭, পাশ ৩৬, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। জগন্নাথপুর উঃবিঃ মোট পরীক্ষার্থী ৭৬, পাশ ৭১, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। দেউলি উঃবিঃ মোট পরীক্ষার্থী ৮০, পাশ ৭৪, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। মাঝিহট্ট উঃবিঃ মোট পরীক্ষার্থী ৬৯, পাশ ৬৪, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
বুড়িগঞ্জ উঃবিঃ মোট পরীক্ষার্থী ১০৬, পাশ ৯৭, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।দাড়িদহ বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৮২, পাশ ৮০, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বাকসন উঃবিঃ মোট পরীক্ষার্থী ৩২, পাশ ২৮ জিপিএ-৫ পেয়েছে ৩ জন। দোপাড়া আঃ হান্নান উঃবিঃ মোট পরীক্ষার্থী ৫২, পাশ ৫২, জিপিএ-৫ পেয়েছে ৭ জন।দেউলী বেগম জহুরা বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৪৪, পাশ ৪৯, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। রহবল বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৩৫, পাশ ২৯, জিপিএ-৫ পেয়েছে ২ জন। মহাব্বত নন্দীপুর উঃবিঃ মোট পরীক্ষার্থী ৬৪, পাশ ৫৫, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। শব্দলদিঘী আদর্শ উঃবিঃ মোট পরীক্ষার্থী ৪৪, পাশ ৩৫, জিপিএ-৫ নাই। বেতগারী মীর শাহে আলম বালিকা উঃবিঃ মোট পরীক্ষার্থী ৪৬, পাশ ৪৬, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। রোকেয়া ছাত্তার উঃবিঃ মোট পরীক্ষার্থী ৪৯, পাশ ৪৭, জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ বগুড়া