spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, রাত ৮:২২

প্রচ্ছদসারাদেশক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে পরিচ্ছন্নকর্মীকে মারধরের অভিযোগ

ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে পরিচ্ছন্নকর্মীকে মারধরের অভিযোগ
রাজশাহী মহানগরীতে রাসিকের ২১ নং ওয়ার্ড পরিচ্ছন্ন কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। আজ রবিবার দুপুর ৩টার দিকে শিরোইল বেলদারপাড়া এলাকায় সাব্বিরের ফ্লাট বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রাসিকের ২১ নং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার বলেন, পরিচ্ছন্ন কর্মী বাদশার কাছে ক্ষমা না চাইলে আজ থেকে সাব্বিরের বাসার ময়লা নেওয়া বন্ধ।  এ বাদেও বাদশা স্থানীয় ছেলে হওয়ার কারনে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ক্রিকেটার সাব্বিরের মুঠো ফোনে ফোন দিলে তিনি রং নম্বর বলে ফোনটি কেটে দেন।

এ ঘটনায় ভ্যানচালক বাদশা জানান, প্রতিদিনের মতো বিল্ডিং এর সামনে গিয়ে বাশি বাজিয়ে ময়লা নিয়ে আসি, আজ ৩টার দিকে সাব্বিরের বিল্ডিং এর নিচে ভ্যান রেখে ময়লা সংগ্রহ করেছিলাম। এ সময় সাব্বির তার প্রাইভেট কার নিয়ে গেটের সামনে আমার ভ্যান রাখা দেখে ক্ষিপ্ত হন। পরে গাড়ি থেকে নেমে কিছু বুঝে উঠার আগে আমাকে গালিগালাজ করেন এবং বলেন, তোর বাবার রাস্তা এখানে ভ্যান রেখেছিস কেন? এর প্রতিবাদ করলে আমাকে মারধর করেন সাব্বির। তিনি আরও বলেন, বিষয়টি আমার সুপারভাইজারকে জানিয়েছি, তিনি যে ব্যবস্থা নিবেন আমি সেটি মেনে নিব।

স্থানীয়রা জানান, ক্রিকেটার সাব্বিরের বাড়ির সামনে ময়লা বহনকারী ভ্যান রাখা ছিলো, এ সময় সাব্বির তার প্রাইভেট কার নিয়ে বাসায় প্রবেশ করছিলেন, বাড়ির সামনে ভ্যানটি রাখা দেখে আপত্তি ঘটে সাব্বিরের, ক্ষিপ্ত হয়ে ভ্যান চালককে মারধর করেন তিনি।

বার্তা প্রেরক                                                                                                                        মোঃ ইলিয়াস হোসেন                                                                                                            রাজশাহী প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত