বাংলাদেশ ডাক বিভাগ চলতি আম মৌসুমে ‘কৃষক বন্ধু ডাক সেবা’র আওতায় প্রান্তিক কৃষক, ক্ষুদ্র আম ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে ঢাকায় আম পৌঁছানোর ব্যবস্থা নিয়েছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে এক ভিডিও কনফারেন্স কৃষক বন্ধু ডাক সেবার শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রানালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক। মতামত ব্যক্ত করেন রাজশাহী উত্তরাঞ্চলের পোস্ট মাষ্টার জেনারেল শফিকুল আলম, কৃষি বিভাগ রাজশাহীর উপ-পরিচালক শামসুল হক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, আম চাষী নওশাদ আলী প্রমূখ।
উল্লেখ্য, রাজশাহী জেলার বৃহত্তম আমের হাট পুঠিয়া উপজেলার বানেশ্বরে। করোনা ভাইরাস (কোভিক-১৯) জনিত মহামারীর এই দুর্যোগকালে ডাক বিভাগের কৃষক বন্ধু সেবা রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় সমাদৃত হয়েছে।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি