দিনাজপুরের বিরামপুরে পঞ্চম শ্রেণীর এক শিশু ধর্ষেণর শিকার হয়েছে। নির্যাতিতা বিরামপুর উপজেলার দেবীপুর (দওলাপাড়া) গ্রামের দিনমজুর সুকুমার শিং এর পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে শ্রমতি মানুষি রাণী (১২)।
ধর্ষক প্রতিবেশী পরিমল শিং এর ছোট ছেলে সনজিৎ শিং (২০)। ০১/০৬/২০২০ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ সাত ঘটিকায় বাড়ীর পার্শ্বে একটি পরিত্যাক্ত বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে মেয়ের পরিবারের লোকজন মেয়ের সম্মানের কথা চিন্তা করে ধর্ষণের খবর গোপন রাখলেও পরে তা জানা জানি হয়। খবর পেয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ আনুমানিক ১.০০ঘটিকার সময় ঘটনাস্থলে এসে ঘাতক ধর্ষক ও ধর্ষিতাকে নিয়ে থানা হেফাজতে রাখেন।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুুজ্জামান আরও জানান আগামীকাল ০৩/০৬/২০২০ তারিখে এম আব্দুর রহিম মেডিকেল দিনাজপুরে পরিক্ষার প্রেরণ করা হবে। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক
মাসুদ রানা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি