মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের মোঃ তুহিন (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুহিন পূর্ব পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুলের ছেলে তুহিন খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
তুহিনের জেঠু রফিকুল ইসলাম বলেন,জমিতে মরিচ তোলার জন্য তুহিন জমিতে যায় আমি তার পাশের জমিতে ছিলাম তুহিন মরিচ তুলতেছে হঠাৎ বজ্রপাত হয় চারদিকের মানুষ এসে তাকে বাড়িতে নিয়ে আসে।
স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার সানাউল্লাহ বলেন বজ্রপাতে তুহিন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে আমার কাছে খবর আসে আমি তার বাড়িতে গিয়ে দেখি আসি বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবু গোপাল চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বজ্রপাতে তুহিন নামে এক স্কুল ছাত্রদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বার্তা প্রেরক
ফারুক
মীরসরাই প্রতিনিধি