এক কোটি আট লাখ টাকা ব্যয়ে পবার দারুশা উচ্চ বিদ্যালয়ের চারতলা অ্যাকাডেমিক ভবনের উর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি থেকে এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, প্রতিষ্ঠানের সভাপতি ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, কর্ণহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা শিক্ষা প্রকৌশলী মিজানুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পবা উপজেলা কৃষকলীগ সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পবা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, কৃষকলীগ প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ, হুজুরীপাড়া ইউপির সদস্য চেনবানু, আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেহের আলী।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি