spot_img
spot_img

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯, রাত ১২:০৪

প্রচ্ছদসারাদেশনাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে সাতদিনের শোক

নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে সাতদিনের শোক
 আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাতদিনের শোক ঘোষণা ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী সাতদিন মোহাম্মদ নাসিম এমপির স্মরণে আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখাসহ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সব ইউনিটের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, একই সঙ্গে মরহুমের স্মরণে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের অধীনস্থ সর্বস্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ।

একই সঙ্গে আগামী তিনদিন মরহুম মোহাম্মদ নাসিম এমপির আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার এসএস রোডের দলীয় কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়েছে।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মরহুম নাসিম এমপির স্মরণে আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার গৃহীত সব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত