লক্ষ্মীপুরে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরো ৩৯ জন। যার মধ্যে রামগঞ্জে ১৩, সদরে ১৩, কমলনগরে ০৯, রায়পুর ০২ ও রামগতিতে ০২ জন।
এর মধ্যে ০২ জন মৃত ব্যক্তির নমুনা থেকে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে সনাক্ত রোগীর মধ্যে ০৮ জন মৃত ব্যক্তির নমনুা থেকে পজেটিভ সনাক্ত হয়েছে। যাদের ০৩ জন রামগঞ্জের শনাক্তের মধ্যে।
গতকাল ১৩ জুন (শনিবার) রাতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪১৭ জনে। যার মধ্যে সদর ১৯৫, রামগঞ্জ ৮০, কমলনগর ৫৮, রামগতি ৩২, রায়পুর ৫২।
গত ২৪ ঘন্টায় আরো সুস্থ হয়েছেন ১৭ জন। যার মধ্যে রামগঞ্জ ১২, কমলনগর ০৪ ও রায়পুর ০১ জন।
এনিয়ে জেলায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন মোট ১৮২ জন। যার মধ্যে সদর ৭২, রামগঞ্জ ৪২, কমলনগর ১৮, রামগতি ১৩, ও রায়পুর ৩৭ জন।
হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। যার মধ্যে রামগঞ্জ ০৭, সদর হাসপাতাল ২২, কমলনগর ১১, রায়পুর ১১ ও রামগতি ০১ জন।
হোম আইসোলেটেড চিকিৎসাধীন ১৭৩ জন। যার মধ্যে সদর ৯৮, রামগতি ১৬, রায়পুর ০৩, রামগঞ্জ ২৮ ও কমলনগর ২৮ জন এদিকে সনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোন পজেটিভ সনাক্ত রোগী লক্ষ্মীপুর জেলায় মারা যায়নি।