ফেনীর দক্ষিনাঞ্চলের সাগরস্নাত উপজেলা সোনাগাজী। আজ ১৫ জুন উক্ত উপজেলার সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নিবার্চনে সাধারণ সম্পাদক পদে সর্বমোট ২০ ভোটের মধ্যে সব্বোর্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক খবরপত্র,স্থানীয় সাপ্তাহিক ফেনীর রবি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনীর জমিন এর সোনাগাজী প্রতিনিধি মুহাম্মদ ছালাহ্ উদ্দিন।
ছালাহ্ উদ্দিন ২০১৫ সালে দৈনিক ঘোষনা পত্রিকার হাত ধরে সোনাগাজীতে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১৭ সালে ফেনী সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মার্ষ্টাস সম্পন্ন করেন। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের আবদুল গফুর ও রেজিয়া বেগম ছোট ছেলে। তিনি এর আগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাগাজীর সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান,সহকর্মীদের আন্তরিকতায় ও আগ্রহে প্রার্থী হয়েছি। তারা আস্থার প্রতিদান দিয়েছেন এ জন্য সকল সদস্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যে মানুষটার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় বড় ভাই সৈয়দ মনির আহমদ, তিনি নির্বাচন স্বর্চ্ছ ও গ্রহনযোগ্য করতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার তুলনা হয়না। মনির ভাইকে আমার আন্তরিক মুবারকবাদ। আর যারা পরাজত হয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই। নির্বাচন হল একটি প্রক্রিয়ামাত্র। আমি সবাইকে একসঙ্গে নিয়ে ক্লাব পরিচালনা করবো।
বার্তা প্রেরক কায়সার হামিদ ফেনী প্রতিনিধি