ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি প্যাথলজি এবং বায়োকেমেস্ট্রি বিভাগ সম্মিলিতভাবে ২ টি ল্যাবে ৩ টি মেশিনে ৮ স্লটে সর্বমোট ৭৫২ টি নমুনা পরীক্ষা করা হয় যার মাঝে ১৬২ জনের Covid 19 পজিটিভ।
ময়মনসিংহ জেলায় ১২৭ জন Covid 19 positive
যার মধ্যে ময়মনসিংহ সদর ৫৭ জন, ভালুকায় ৯ জন, মুক্তাগাছায় ১৪ জন, গফরগাঁও ২ জন, ফুলবাড়িয়া ২ জন, গৌরীপুর এ ৫ জন, নান্দাইল এ ১২ জন, হালুয়াঘাট এ ৯ জন, ঈশ্বরগণ্জএ ১৭ জন।
শেরপুর জেলায় আজ ৭ জন Covid 19 positive.
যার মধ্যে শেরপুর সদরে ৫ জন, নালিতাবাড়ী ১ জন,শ্রীবর্দী ১ জন।।
জামালপুর জেলায় আজ ৬ ন Covid 19 positive
যার মধ্যে জামালপুর সদরে ৪ জন,সরিষাবাড়ী তে ১ জন,দেওয়ানগঙ্জে ১ জন।।
নেত্রকোণা জেলায় আজ নমুনা পরীক্ষা য় ১৮ জন আজ Covid 19 positive যার মধ্যে নেত্রকোনা সদরে ৯ জন,দূর্গাপুরের ১ জন,বারহাট্টায় ৪ জন,কেন্দুয়ায় ৪ জন।।
এছাড়াও আর ও ৪ জনের Covid 19 নমুনা পজিটিভ পাওয়া গিয়েছে যাদের ঠিকানা উল্লেখ নেই।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি