কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৯৩ টি নমুনা ছিল কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ১১ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়াও আরো ৩ জনের রিপোর্ট ফলোআপে পজেটিভ হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ১ জন, মিরপুরে ১ জন, সদর উপজেলায় ৫ জন, কুমারখালীতে ১ জন, খোকসা ৩ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মাহতাব উদ্দিন সড়ক (মারকাস গলি) ১ জন, চর আমলাপাড়া ১ জন।কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খয়েরচাড়া, মাঠপাড়া।দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহেশকুণ্ডি।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা ছাতিয়ান।খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা চকহরিপুর জয়ন্তিহাজরা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন(চিকিৎসক)।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ২ জন।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৩৯৫ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত দৌলতপুর ৫৪, ভেড়ামারা ৫৭, মিরপুর ৩০, সদর ১৮৪,কুমারখালী ৫০, খোকসা ২০
পুরুষ রোগী ২৯৫, নারী ১০০। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১১২ জন উপজেলা ভিত্তিক সুস্থ ১১০ জন (দৌলতপুর ২১, ভেড়ামারা ১৫, মিরপুর১৩, সদর৩৪,কুমারখালী ১৯, খোকসা ৮) বহিরাগত সুস্থ ২ জন।বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৬৩ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। মৃত – ৪ জন (কুমারখালী -১, দৌলতপুর-১, ভেড়ামারা-১,কুষ্টিয়া সদর ১ )
মৃত পুরুষ৩, মহিলা ১ সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন।
যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন। কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি