পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে স্রোত। ফলে এখন প্রতিদিনই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়ছে বড় বড় মাছ।
এরই মধ্যে বিশাল বাঘাইড়, আইড় ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে পদ্মায়। বুধবার (২৪ জুন) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে ওসমান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে কিনে নেন। এতে পুরো মাছটির দাম পড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।
চান্দু মোল্লা আরও বলেন, গতকাল মঙ্গলবার (২৩ জুন) জব্বার মন্ডল হালদার নামে এক জেলের কাছ থেকে ২৫ কেজি ওজনের আরেকটি বাঘাইড় এক হাজার ৫০ টাকা কেজিতে কিনেছি। পরে ১১০০ টাকা কেজিতে সেটি বিক্রি করেছি।
তিনি বলেন, যত বড় মাছ-ই হোক দ্রুত বিক্রি হয়ে যায়। মাছ বিক্রি করতে কোনো সমস্যা হয় না। হয়তো মাঝে মধ্যে একটু সময় লাগে। বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা এসব মাছ কিনে নিয়ে যান।