কোনভাবেই যেন বোঝানো যায় না এই দুর্ভোগের কথা। বারবার তাগিদ দেয়া হলেও এই বিষয়ে কোনো গুরুত্ব নেই কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এর। করবো করছি এই বলে তারা দিন পার হয়ে যায়। বৃষ্টির পানি আর ড্রেনের পানি এক হয়ে যেন পচা সমুদ্রে পরিনত হয় প্রতিনিয়ত । পানি নেমে যাই কিন্তু পাতা থেকে যায়। মাঝে মাঝে পানিও নামতে চায় না পচা পানি হাটুর উপরে উঠে থাকে। অলিগলি ট্রেনগুলো অকেজো থাকায় নোংরা পচা গন্ধ তে রাস্তায় চলা তো দূরের কথা ঘরে থাকার মাঝে মাঝে দুষ্কর হয়ে যায়।
এদিকে বারবার পৌরসভার চিঠি দেয়ার পরও কাউন্সিলর কে ফোন দেয়ার পরেও কোন প্রকার সমাধান আসে না । এভাবে চলাচল কতটা কষ্টদায়ক পৌর মেয়র এ রাস্তা একটু হাটলে হয়তো বুঝতে পারবেন। অনতিবিলম্বে এ কষ্টের সমাধান চান কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের সকাল সন্ধ্যা গলির এলাকাবাসী।