কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটলতৈল বাইপাস পর্যন্ত চার লেন হবে রাস্তা। আর সেই উদ্দেশ্যেই শুরু হয়ে প্রায় শেষ হয়ে গেছে রাস্তার দু’পাশের গাছ কাটা। দুপাশ জুড়ে অসংখ্য সবুজ গাছ কাটা পড়েছে। রাস্তা চলাচলে পথচারীর ছায়া আর নেই। এখন রাস্তায় রাস্তায় বেরোলে প্রখর রোদ। সোজা দেখালে শুধু রাস্তা আর রাস্তা। দূরের আকাশ যেন মিশে গেছে কালো রাস্তার সাথে। কোথাও কোন গাছপালা নেই।
শত শত বছর জুড়ে বড় হওয়া কাজগুলো আজ কাটা পড়ল উন্নয়নে তাগিদে। হয়তো এটা তো প্রয়োজন আছে। কারণ রাস্তা বড় না হলে এই মহা সড়কে তাই হয় দুর্ঘটনা। যা অনেকাংশে কমে আসবে। তবে এই গাছগুলো কাটার পরে একটা মন খারাপের কারণ হয়েছে কুষ্টিয়াবাসীর। কারণ শত শত বছরের সঙ্গী এ কাজগুলো। দিয়ে আসছিল ছায়া এবং দিয়ে আসলো সবুজ প্রকৃতি । তারপরও সকলের আশা। উন্নয়ন হোক কুষ্টিয়ার নতুন করে জন্মে উঠুক নতুন সবুজ প্রকৃতি।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি