করোনা বিস্তার রোধে যুবলীগ নেতা ও এইচ এম ডায়াগনষ্টিক এর মালিক দেলোয়ার হোসেন মিঠুর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) মেহেরপুরের গাংনী বাজারের শহীদ রেজাউল চত্বরে বিকেল থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের মাঝে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেন তিনি। মাস্ক বিতরণ কালে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিঠু ছাড়াও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাভেদ আযীম ডলার, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জীবন আকবর উপস্থিৎ ছিলেন।
মাস্ক বিতরণ কালে নেতা কর্মীরা করোনা বিস্তার রোধে জনসচেতনা মুলোক পরামর্শ দেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি