নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে গত শনিবার (১৫ আগস্ট) সকালে নদীর পানিতে ডুবে মারা যাওয়া ৩ যুবকের বাড়িতে ছুটে যান ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
রোববার (১৬ আগস্ট)সকালে নিহত যুবকদের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন ফেনী জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল,ইউপি সদস্য আহম্মদ উল্লাহ, মোঃ রমজান আলী, মোঃ জয়নাল উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী মর্তুজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত শনিবার (১৫ আগস্ট) মুছাপুর ক্লোজারে ঘুরতে গিয়ে দাগনভূঁঞার তিন পর্যটক পানিতে ডুবে নিহত হয়। মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশের ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার অভিযানে বিকেল গড়ালে ১ জন ও রবিবার (১৬ আগস্ট) সকালে বাকি ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত পর্যটকরা হলেন, ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপন (৩০) ও মেহেদী হাসান (২০) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি