রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্বের আয়োজনে প্রথম ধাপে রবিবার (২৩ আগস্ট) কোভিড ১৯ এর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কস্থ মিল্লাত সুপার মার্কেটের সামনে ও ট্রাংক রোডস্থ ফেনী মডেল কলেজের সামনে।
রোটার্যাক্ট প্রেসিডেন্ট ফরহাদ উদ্দিন ভূঁঞা পাশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্বের প্রাক্তন সভাপতি ও ডেপুটি গভর্ণর সাইদুল মিল্লাত মুক্তা,ক্লাব সেক্রেটারী আতিকুর রহমান শিবলী, রোটারী ডিস্ট্রিক্ট ইন্টার্যাক্ট কমিটির চেয়ারম্যান কোয়েস আহমেদ সুমন, ডি.আর.আর হেদায়েত হোসেন তানভির, সাবেক এ.ডি.আর.আর শরিফুল ইসলাম অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্বের চার্টার প্রেসিডেন্ট ও রোটারী ডিস্ট্রিক্ট ইন্টার্যাক্ট কমিটির কো-চেয়ারম্যান আরাফাত উল মিল্লাত দিপুল, ডিষ্ট্রিক্ট সেক্রেটারী রাসেদ আহমেদ, ক্লাবের আই.পি.পি ও জোনাল রিপ্রেজেন্টেটিভ মো. বেলায়েত হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট শরাফাত উল মিল্লাত ইপুল, সেক্রেটারী সৌরভ হোসেন সহ ক্লাবের সদস্যবৃন্দ। সেই সাথে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আরো কয়েকটি স্থানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি