নরসিংদীতে রাকিব মিয়া নামে এক বিকাশ ব্যবসায়ীর নিকট থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি ছিনতাইকারী চক্র। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর সরদ উপজেলার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাকিব মিয়া মোটরসাইকেলযোগে শিবপুরের পুটিয়া বাজারে বিকাশ কার্যালয়ে ৫ লাখ টাকা জমা দিতে যায়।
কিন্তু একশত টাকার নোট হওয়ার কারণে পুটিয়া বিকাশ কর্তৃপক্ষ টাকা গ্রহণ না করায় সে ঐ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় বিকাশ কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে নরসিংদী সদর উপজেলার সোনাতলা এলাকায় পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তার মোটরসাইকেলটি আটক করে এবং তাকে লাথি মেরে ফেলে দিয়ে ৫ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের মুখে মাস্ক থাকার কারণে তাদেরকে চিনতে পারেনি। এব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী রাকিব মিয়া শিবপুর উপজেলার চন্দনদিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ী।
বার্তা প্রেরক
মো: নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি