কক্সবাজারের পেকুয়া উপজেলা ঠিকাদার সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তালেব আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম মুন্না। এছাড়াও সহসভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক পদে আহমদ নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তারেকুল ইসলাম, কার্যকরী সদস্য পদে সাইফুল ইসলাম মেম্বার, মোহাম্মদ ফোরকান ও রবিউল করিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পরপরই সবার সম্মতিতে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন হামিদুল হক চৌধুরী, সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ হানিফ, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও বদিউল আলম। এই কমিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পূর্বে সংগঠনের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর অালমের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি