কক্সবাজারের পেকুয়া সদরের মইয়্যাদিয়া আশ্রয় প্রকল্প এলাকার মৃত বদিউল আলমের ছেলে ছাবের আহমদ ও তার ছেলে জামশেদের কাছে পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার আলী হোসেনের ছেলে গ্রাম্য ডাক্তার ফেরদৌস(৩৮)কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।সোমবার রাত সাড়ে ৮ টায় মইয়্যাদিয়া ষ্টেশনে
ঘটনাটি ঘটার পরপর স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন,তাদের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হলে জামশেদ ও তার পিতা ছাবের ফেরদৌসের গলাটিপে ধরে।
ফেরদৌস বলেন,আমি পাওনা টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এক পরজায়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
এদিকে জামশেদ বলেছেন,ফেরদৌস আমার কাছে ৩ হাজার ৬০ পাওনা ছিল। তবে ১১শ টাকা আগে পরিশোধ করি। বাকি টাকার জন্য গতকাল গালিগালাজ করলে আমাদের মাঝে ধরাধরি হয়।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি