মাদারীপুর শহরে পুরান বাজার এলাকায় শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে আরএফসি নামে একটি রেস্টুরেন্টে বাকী বিক্রি না দেওয়ায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে। ইতোমধ্যে ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পুরানবাজার এলাকায় আরএফসি নামে একটি রেস্টুরেন্টে দুপুরে খেতে আসে শহরের আমিরাবাদ এলাকার সঞ্জয় সাহা নামে এক যুবক।
এ সময়ে বাকী টাকায় বিক্রি না করায় সঞ্জয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে রেস্টুরেন্টর মালিকের ভাই মইন বেপারী, ম্যানেজার তাজুল ইসলাম বাবুসহ ৪ জন আহত হয়। মাদারীপুর সদর হাপসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় রেস্টুরেন্ট মালিকের দাবি ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে। এই ঘটনায় ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ রেস্টুরেন্ট মালিক রাহাত বেপারী বলেন, সঞ্জয় আমার এখানে বাকী খেতে এসছিল। বাকী টাকায় খাবার না দেয়ায় আমার ভাই ও ম্যানেজারসহ ৪ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়াও আমার ক্যাশে থাকা ৭০ হাজার টাকা ও ৫টি মোবাইল নিয়ে গেছে। এসময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে রেস্টুরেন্টের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। আমি এর বিচার চাই। এ ব্যপারে মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি