spot_img
spot_img

বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, সকাল ৭:০৯

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদসারাদেশরামগঞ্জে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগঞ্জে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় (খান টাওয়ারে) জাতীয় শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারীর সঞ্চালনায় এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, ৩নং ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল জামান অপু মাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় শ্রমিক লীগ অসহায় ও মেহনতী মানুষের সংগঠন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতীয় শ্রমিক লীগ দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা আরো বলেন, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার হোসেন খানের দিক নির্দেশনায় জাতীয় শ্রমিক লীগ মাথা উচু করে দাঁড়াতে পেরেছে। তারা এমপি আনোয়ার হোসেন খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় জাতীয় শ্রমিক লীগের সকল অঙ্গ সংগঠন আগামী পৌরসভা নির্বাচনেও মেয়র প্রার্থী হিসেবে বেলাল আহমেদকে পুনরায় পূর্ণ সমর্থন দেন। সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‍্যালী বের হয়ে রামগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ টাওয়ারের সামনে গিয়ে সমাপ্তি ঘটে।এসময় জাতীয় শ্রমিক লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত