“মুজিব বর্ষে আহবান, যুব কর্মসংস্থান ” – এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর আয়োজনে রোববার (০১ নভেম্বর)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সবুজ বাংলা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জয়নাল আবেদিন রাসেল কে বিভিন্ন সামাজিক কাজের নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে ফেনী জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠকের রাস্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান ।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক আবু আহম্মদ মজুমদার। আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও যুব সংগঠন প্রতিনিধিবৃন্দ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি