নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টে-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফেনী জেলা পুলিশ একাদশ ৭ উইকেটে চাঁদপুর জেলা পুলিশ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ও পরাজিত দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
গত মঙ্গলবার নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর ১১৩ রানে অল আউট হয়ে যায়। ৩ উইকেট হারিয়ে ১৩তম ওভারে ১১৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনী জেলা পুলিশ দল।ফেনী জেলা দলের কনস্টেবল জুবায়ের ৫ উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পায় নায়েক আকতার। ফেনী জেলা পুলিশ দলের অধিনায়ক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম। এর আগে গত ১ জানুয়ারি চারটি দলের অংশগ্রহণে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট সেরা হয়েছেন চাঁদপুর একাদশের এএসআই মো. ইসমাঈল হোসেন।
ডিআইজি আনোয়ার হোসেন বলেন, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রতিভা রয়েছে। আজকের খেলার মাধ্যমে তাদের আরেকটি প্রতিভা বিকশিত হলো। পুলিশ সদস্যদের সব ধরনের কাজে পারদর্শী হতে হবে। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে কোন শৃঙ্খলা পরিপন্থি কাজ করা যাবে না। পুলিশকে জনবান্ধব হতে হবে। মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে ধন্যবাদ জানান তিনি।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এম.এ. মাসুদ, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম, পিপিএম), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আনিসুজ্জামান ও পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এসপি মো. আলমগীর হোসেন। এর আগে ৩ জানুয়ারি লক্ষীপুর জেলা পুলিশ দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে ফেনী জেলা পুলিশ দল। আগের দিন ২ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে নোয়াখালী জেলা পুলিশ দলকে ৭৪ রানে পরাজিত করে ফেনী জেলা পুলিশ দল।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি