spot_img
spot_img

শনিবার, ২১ মে ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯, বিকাল ৫:৪৬

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদসারাদেশহোমনার ভবানীপুর সড়ক পাঁকা না হওয়ায় দুর্ভোগ চরমে

হোমনার ভবানীপুর সড়ক পাঁকা না হওয়ায় দুর্ভোগ চরমে

হোমনা উপজেলার নিলখি ইউনিয়নের ভবানীপুর গ্রামের এক কিলোমিটারের সড়কটি দীর্ঘ দিনেও পাঁকা হয়নি। গত এক যুগ আগে গ্রামের একমাত্র এ সড়কটি মাটি ভরাট করলেও সড়কটি পাঁকা না হওয়ায় গ্রামের দেড় সহ¯্রাধিক লোককে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঁচা মাটির এ সড়কটির বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে ছোট বড় অসংখ্য গর্ত হয়ে গেছে।

যার ফলে বৃষ্টি হলে এসব গর্তে পাঁনি ও কাঁদা জমে যায়। ফলে বৃষ্টি হলে সড়কটি দিয়ে চলাচল করা যায় না। এছাড়া বৃষ্টি না হলেও গর্তের কারণে উচুঁ নিচু সড়কে সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান জানান, বেশি প্রয়োজনে গ্রামের ভিতরে কোনো যানবাহন প্রবেশ করলে তখন সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এ অবস্থায় সড়কটি দ্রুত পাঁকা করে গ্রামবাসীর দুর্ভোগ লাঘব করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ভূক্তভোগী গ্রামবাসী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আফসার চৌধুরী বলেন, দীর্ঘ দিনের কাঁচা সড়কটি এতদিন কেন পাঁকা করা হয়নি তা বোধগম্য নয়। এবার সড়কটি পাঁকা করার পদক্ষেপ নেয়া হচ্ছে।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত