মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইট ভাটায় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
সোমবার ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সন্ত্রাসীরা এ হামলা চালায়। ভাটার শ্রমীক ও মালিকরা জানান রাতে শ্রমীকরা ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যস্ত ছিল তখন চাঁদাবাজ সন্ত্রাসী দল গাংনী- হাড়িয়াদহ ও গাংনী- ধানখোলা সড়কের বেশ কয়েকটি ইটভাটায় এসে আতংক সৃষ্টি করে ও শ্রমীকদের মারধর করে। মারধরের ঘটনায় নয়-দশজন শ্রমীক আহত হয়।
ভাটা মালিক রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় একটি চিরকুটে হুমকি দিয়ে গেছে তাতে চাঁদা পরিশোধ না করলে ইটভাটা বন্ধ রাখতে হবে। এ ঘটনায় ইটভাটা মালিক ও শ্রমীকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, জড়িতদের আটকের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি