মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার দুপুর আড়াইটা থেকে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলো ঐ গ্রামের মৃত শামছুদ্দিন হালসোনার ছেলে মোঃ খাইবর হালসোনা (৫৫)।
ডিবি সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কারবারি খাইবর হালসোনা মাদক পাচারের উদ্দেশ্যে রামকৃষ্ণপুর ধলা গ্রামে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই আহসান হাবিব,মাহাতাব উদ্দিন ও হেলালা উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়ে রাত সাড়ে৮টার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি