ফেনীতে কেক কাটা, র্যালী ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে পৌরসভা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেনী পৌরসভা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। কর্মসূচীতে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক, কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক রবিউল হক ভূঁইয়া রবিন, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি