spot_img
spot_img

শনিবার, ২১ মে ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯, সন্ধ্যা ৭:১২

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদখুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে অনুষ্ঠিত খুলনায় বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, যুবদলের সহ-সভাপতি আরিফ মোল্লা ও খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রিসহ কয়েকজন আহত হয়। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

এসময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, মানববন্ধনের শুরু থেকেই পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে বক্তৃতা পর্ব শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম চোখে আঘাত পেলে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত