অদ্য ০১ সেপ্টেম্বর ২০২০ খ্রি. জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়া এর উদ্যোগে এনএস রোড সংলগ্ন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাগণের নিকট বিক্রয়ের জন্য জেলা পর্যায়ে “নিরাপদ সবজি ও কৃষকের বাজার” এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস। সপ্তাহে ২ দিন প্রতি শুক্র ও শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত প্রান্তিক কৃষকগণ যাতে তাদের উৎপাদিত রাসায়নিকমুক্ত নিরাপদ সবজি পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রি করতে পারে সেলক্ষ্যে এনএস রোডের পাশে অবস্থিত কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে “নিরাপদ সবজি ও কৃষকের বাজার” এর উদ্বোধন করা হয়।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি