দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহীদ মিনারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।
নোয়াখালীতে একজন নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতন, লক্ষ্মীপুরে রামগতিতে বিধবা নারীকে হাত পা বেধে গণধর্ষন, সিলেটে এমসি কলেজ এর ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানায় ছাত্রলীগের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভসহ অনেক ছাত্রলীগ নেতাকর্মী।