spot_img
spot_img

মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ২১ আষাঢ় ১৪২৯, বিকাল ৩:৩৯

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদঢাকা স্টক এক্সচেঞ্জবাড়তির দিকে বেচাকেনা চাঙ্গা হচ্ছে সুতার দাম

বাড়তির দিকে বেচাকেনা চাঙ্গা হচ্ছে সুতার দাম

করোনার স্থবিরতা কাটিয়ে উঠে নারায়ণগঞ্জের টানবাজারে সুতার দাম চাঙ্গা হতে শুরু করেছে। এ ধারাবাহিকতায় ১০ দিনের ব্যবধানে এখানে কাউন্টভেদে সুতার দাম ৭-১০ টাকা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একদিকে আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামাল তুলার দাম বেড়েছে, অন্যদিকে দেশের গার্মেন্টসগুলোয় সুতার চাহিদা আগের তুলনায় বেড়েছে। বেড়েছে পণ্যটির বেচাকেনাও। এ দুইয়ের প্রভাবে টানবাজারে বাড়তে শুরু করেছে সুতার দাম। গতকাল টানবাজারে সুতার আড়তগুলো ঘুরে ১০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা মানভেদে ৩৫-৬৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিন আগেও এ মানের সুতা পাউন্ডপ্রতি ৩৩-৬০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ, ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডে সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে। একইভাবে ২০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ৫৫-৭৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিনের ব্যবধানে এ মানের সুতার দাম পাউন্ডে বেড়েছে সর্বোচ্চ ৫ টাকা।

গতকাল টানবাজারে ৩০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ৯৭-১১০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিন আগেও এ মানের সুতা পাউন্ডপ্রতি ৯৪-১০২ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, ১০ দিনের ব্যবধানে টানবাজারে ৩০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম সর্বোচ্চ ৮ টাকা বেড়েছে। এদিন ৪০ কাউন্টের সুতা পাউন্ডভেদে ১০৮-১১৬ টাকায় বিক্রি হয়েছিল। ১০ দিনের ব্যবধানে এ মানের সুতার দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়ে পাউন্ডপ্রতি ১১০-১২০ টাকায় উন্নীত হয়েছে। এদিকে গতকাল টানবাজারে ৬০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ১৫৫-১৭০ টাকায় বিক্রি হয়। ১০ দিনের ব্যবধানে এ কাউন্টের সুতার দাম পাউন্ডে ৫ ডলার বেড়েছে। আর টানবাজারে ৮০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়ে পাইন্ডপ্রতি ১৯০-২৩৮ টাকায় বিক্রি হতে শুরু করেছে। ১০ দিন আগেও এ মানের সুতা পাউন্ডপ্রতি ১৮৬-২৩৩ টাকায় বিক্রি হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা বণিক বার্তাকে বলেন, করোনা মহামারীর মধ্যে টানবাজারে সুতার বেচাকেনা চাঙ্গা হতে শুরু করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে তুলার দাম। করোনা সংক্রমণের শুরুর দিকে ছয়-সাত মাস সুতার বাজারে স্থবিরতা বজায় ছিল। এখন দেশের গার্মেন্টসগুলো বাড়তি অর্ডার পাওয়ায় বাড়তে শুরু করেছে সুতার চাহিদা ও বেচাকেনা। বাড়তে শুরু করেছে দাম। সবচেয়ে বেশি বেড়েছে ৩০, ৪০, ৬০ ও ৮০ কাউন্টের সুতার দাম। করোনাকালীন লোকসান নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা হয় টানবাজারের মুন্না ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মুন্নার। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ শুরুর পর টানা সরকারি ছুটিতে সুতা বেচাকেনা একেবারে স্থবির হয়ে আসে। ওই সময় বেশির ভাগ ব্যবসায়ীকে লোকসানে পণ্য বিক্রি করতে হয়।

তবে ধীরে হলেও পরিস্থিতি বদলাতে শুরু করেছে। গার্মেন্টসগুলোয় কাজের চাপ আগের তুলনায় বেড়েছে। ফলে এসব প্রতিষ্ঠান বেশি বেশি সুতা কিনছে। টানবাজারে সুতার বেচাকেনায় গতি ফিরেছে। এ পরিস্থিতিতে সুতার দাম বেড়ে যাওয়ায় করোনাকালীন লোকসান পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা। অনেকটা একই সুরে কথা বললেন টানবাজারের বিসমিল্লাহ ট্রেডিংয়ের ম্যানেজার দেলোয়ার হোসেন। বণিক বার্তার সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ টানা ছয়-সাত মাস সুতার বাজারে মন্দা ভাব ধরে রেখেছিল। এ পরিস্থিতিতে আর্থিক লোকসানের ধাক্কা সামলাতে না পেরে অনেকেই ব্যবসা গুটানোর চিন্তাভাবনা শুরু করেছিলেন। তবে বছরের শেষ ভাগে এসে সুতার বেচাকেনা বেড়েছে। বেড়েছে দাম। এতে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। বাড়তি বেচাকেনার সুযোগ কাজে লাগিয়ে তারা করোনাকালীন লোকসানের ধাক্কা সামলানোর চেষ্টা করছেন।মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত