পাবনার টেবুনিয়ায় একটি সাদা কারে করে গাঁজা পাচারের সময় ১১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার টেবুনিয়া বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ তারেক (৩১) বগুড়া জেলার শাহজাহানপুর থানার গন্ডগ্রামের আনু মিয়ার ছেলে।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ১ টি সিলভার রঙের পুরাতন মডেলের প্রাইভেটকার ও ১১ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।