মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সভার আয়ােজন করে উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন,সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের (সাবেক) সহকারী অধ্যাপক আব্দুর রশীদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নারগিছ সুলতানা নির্জনা।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি