ফেনী শহরের মহিপালে ফ্লাইওভার ব্যবহার না করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করায় কাভার্ড ভ্যান চাপায় মারুফুল ইসলাম শরীফ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিক্সাচালক আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার (০২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যান মহিপালের স্টার লাইন পরিবহনের কাউন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারুফ (২০) নামে এক যুবক নিহত ও রিক্সাচালক জসিম উদ্দিন আহত হয়। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়। মারুফ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় এলাকার আজিজ চেয়ারম্যান বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদ সদস্য সফিকুর রহমান জানান, পরিবারের অনুরোধের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুধবার রাত ৯টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মারুফ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো: আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে চালক-হেলপার পালিয়ে যায়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি