১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সোমবার বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাত টায় বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্যের কার্যালয়ে এক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন। অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ যুবলীগ যুগ্ন আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, প্রমুখ।
এর পূর্বে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. খালিদ হোসেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এছাড়া সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সহকারি অধ্যাপক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আফজাল ফারুক, বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ প্রমুখ।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি