এর আগেও মাদকদ্রব্য আইনের ৫টি মামলা মাথায় নিয়ে আবারো ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে মোছাঃ খুশিলা খাতুন (৩০)। গ্রেফতার খুশিলা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত হযরত আলির মেয়ে ও সিরাজুল ইসলামের স্ত্রী।
শনিবার ২৩ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ খুশিলা খাতুনকে গ্রেফতার করে। ডিবি অফিস সুত্রে প্রকাশ, তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। আজকে ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়ায় আরেকটি মাদক মামলার প্রক্রিয়া চলছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি