ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত সিংহ প্রতীকের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচার-প্রচারনায় অংশ নিতে ফেনীতে এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে হিরো আলম ও মেয়র প্রার্থী তারেকের নেতৃত্বে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে গণসংযোগ শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিন করে৷ পরে সিংহ প্রতীকের পক্ষে শহরের কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন হিরো আলম।
তিনি বলেন, ফেনী পৌরসভার মেয়র প্রার্থী তারিকুল ইসলাম আমার বন্ধু। অনেক আগে থেকেই আমি স্থির করেছিলাম ফেনীতে তারেকের জন্য ভোট চাইবো। এসময় তিনি আরো বলেন, তারেক একজন সৃজনশীল মানুষ। আপনারা নির্বাচনে তাকে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেবেন।
সিংহ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম তারেক জানান, হিরো আলম আমাকে খুব ভালোবাসেন। তিনি এনডিএম এর দলীয় সিদ্ধান্তে প্রচারনায় অংশ নিতে ফেনীতে এসেছেন। প্রচারনায় তার অংশগ্রহণ ফেনীতে ভোটারদেরকে উৎসাহী করবেন বলে মনে করেন এ মেয়র প্রার্থী।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি