spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, রাত ১১:৪৭

প্রচ্ছদজাতীয়ফায়ার সার্ভিসের ১৪১ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৫৪

ফায়ার সার্ভিসের ১৪১ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৫৪

জরুরি সেবার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ১১ কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৪ জন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১ জন করোনায় আক্রান্ত। তাদের মধ্যে দুইজন কর্মকর্তাসহ ৫৪ জন সুস্থ হয়েছেন।

শাহজাহান শিকদার আরও বলেন, আক্রান্তদের মধ্যে আটজনকে হোম কোয়ারেন্টাইনে এবং বাকি ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৫৪ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৯ জন অধিদফতরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চারজন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, তিনজন ডেমরা ফায়ার স্টেশনের, চারজন খিলগাঁও ফায়ার স্টেশনের, পাঁচজন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, একজন পলাশী ফায়ার স্টেশনের, পাঁচজন সিলেট ফায়ার স্টেশনের, একজন বড়লেখা ও একজন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), একজন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, একজন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), একজন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), তিনজন বারিধারা ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ (নারায়ণগঞ্জ) বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একজন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে, করোনা আক্রান্তদের সবাই বর্তমানে ভালো আছেন। এদের মধ্যে ৫৪ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৯ জনই সুস্থ। অন্য সুস্থরা হলেন অধিদফতরের পাঁচজন, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২ জন, কন্টোল রুমের ছয়জন, তেজগাঁও ফায়ার স্টেশনের ১৪ জন, হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনজন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একজন, ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার) একজন ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুজন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত