spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, সকাল ৬:০৯

প্রচ্ছদঅন্যান্যপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক গণিত)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক গণিত)

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

 
 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অধ্যায়-১৪ 

৪। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর চালু করতে হয়?
উত্তর : ঙঘ/অঈ

৫। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়?
উত্তর : ঙঋঋ

৬। ১০ + ৫ = কত? এর সমাধান করতে চাইলে একটি সচল ক্যালকুরেটরে কয়টি বোতাম চাপতে হবে?
উত্তর : ৫টি

৭। একটি সচল ক্যালকুলেটরে ১২×১১ =? সমস্যা সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে?
উত্তর : ৬টি

৮। ১০ ও ১২ এর যোগফল নির্ণয়ের জন্য ক্যালকুলেটরে প্রথম কোন বোতাম চাপ দিতে হয়?
উত্তর : ঙঘ/অঈ

৯। ৬৪ গু ৮ ক্ম ১২ – ৫০ এর সমাধান নির্ণয়ে ক্যালকুলেটর সচল অবস্থায় কতটি ধাপের প্রয়োজন হবে?
উত্তর : ৩টি

১০। ৮ + ১২ + ৬০ = কত? এই অঙ্কটি সমাধান করতে বন্ধ ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর : ৯টি 

১১। গাণিতিক সমস্যা সমাধানে কোন যন্ত্রটি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে?
উত্তর : ক্যালকুলেটর। 

১২। কম্পিউট শব্দের অর্থ কী?
উত্তর : হিসাব করা।

১৩। কম্পিউটার কী?
উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র।

১৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : চার্লস ব্যাবেজ

১৫। কম্পিউটারের কার্যপদ্ধতির মূল বিষয়টি কেমন?
উত্তর : খুবই সোজা

১৬। কম্পিউটারের মূল অংশ কয়টি?
উত্তর : ৪টি

১৭। কম্পিউটারের মূল অংশগুলোর নাম লিখ।
উত্তর : ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট

১৮। কম্পিউটার কয়টি মূল অংশের সমন্বয়ে কাজ করে?
উত্তর : ৪টি

১৯। তথ্য-উপাত্ত ঢোকানোর জন্য কোন ডিভাইস দরকার?
উত্তর : ইনপুট ডিভাইস

২০। কি-বোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস?
উত্তর : ইনপুট ডিভাইস

২১। মনিটর কী?
উত্তর : আউটপুট ডিভাইস

২২। কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়?
উত্তর : অ্যাবাকাস যন্ত্র

২৩। কম্পিউটারের প্রয়োজনীয়তা নির্দেশনাগুলোকে কী বলা হয়?
উত্তর : সফটওয়্যার

২৪। চার্লস ব্যাবেজ কোন দেশের অধিবাসী?
উত্তর : ইংল্যান্ড

২৫। কম্পিউটারের হার্ডওয়্যার কোন যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়?
উত্তর : সফটওয়্যার

২৬। 'অন' করা ক্যালকুলেটরে নিচের হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? ১০/৫=?
উত্তর : ৫টি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত