নতুন একটি মিউজিক ভিডিওতে শিগগিরই দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আইরিন আফরোজকে। গানের শিরোনাম ‘ধরো না’। এতে তার সঙ্গে মডেল হয়েছেন মাহিম।
রুম্মান চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘ধরো না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তাহসিন এন রাকিব।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসিফ রহমান। সম্প্রতি রাজধানীর বেশ কিছু লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শ্যুটিং হয়। এটি প্রকাশিত হবে এইচটিএম-এর ব্যানারে। অনলাইনে মুক্তি পাবে আগামী ৫ এপ্রিল।
নতুন মিউজিক ভিডিও সম্পর্কে আইরিন বলেন, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। এখন ছোট পর্দার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় মিউজিক ভিডিওতে তেমন কাজ করা হয়ে ওঠে না। ‘ধরো না’ গানটি এবং কনসেপ্ট ভালো লাগায় এতে কাজ করেছি। এ ছাড়া মাহিমের সঙ্গে কাজ করেও বেশ ভালো লেগেছে।
তিনি আরো বলেন, গানটির ভিডিও সবার ভালো লাগবে। আশা করবো গানটি মুক্তি পাবার পর প্রতিদিন ভিউ বাড়ছে। আর দর্শকদের ভালো লাগলেই বুঝবো আমার কাজ করা সার্থক হয়েছে।