spot_img
spot_img

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, সন্ধ্যা ৭:৪৬

প্রচ্ছদঅন্যান্যকৃষিতে বাড়ছে প্রযুক্তি চাহিদা

কৃষিতে বাড়ছে প্রযুক্তি চাহিদা

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে পারে কৃষি ব্যবস্থাপনা; যাতে সময় ও ব্যয় কমার পাশাপাশি বাড়বে কৃষিপণ্যের উৎপাদনও। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই লক্ষ্য অর্জনে বছরে উৎপাদন করতে হবে পাঁচ কোটি টনেরও বেশি খাদ্যশস্য; যা নিশ্চিতে কৃষি ব্যবস্থাপনায় বাড়াতে হবে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার। স্বাধীন বাংলার অর্থনীতির যাত্রাটা শুরু কৃষিতে ভর করেই। সময়ের সঙ্গে অর্থনীতিতে নানা খাতের অবদান বাড়লেও কৃষির অবদান এখনও গুরুত্বপূর্ণ। দিন যত যাচ্ছেপরিবর্তন আসছে চাষাবাদের পদ্ধতিতে। প্রযুক্তির আবিষ্কার জায়গা করে নিয়েছে লাঙল চাষের সবুজ মাঠে। মৌসুম উপযোগী বীজবপন, ফসল কাটার সময়, কীটনাশকের প্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি কৃষির খুঁটিনাটি সব তথ্যই মিলছে এখন মোবাইল এ্যাপে। ঘরে বসেই কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে রোদ-বৃষ্টির আগাম খবরও।

প্রযুক্তির ব্যবহারে কৃষিপণ্য ব্যবস্থাপনায় ছোট হচ্ছে ব্যয়ের খাতা, কম লাগছে সময় ও শ্রম। বাড়ছে উৎপাদনও। তাই প্রযুক্তির চাহিদাও বাড়ছে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত