বলিউড হোক বা টলিউড, অভিনেত্রীদের মধ্যে দ্বন্দ্ব খুব সাধারণ একটা ঘটনা। একই ছবিতে একাধিক অভিনেত্রীর উপস্থিতিও অনেক সময়ই তাদের পছন্দ নয়। কিন্তু, এ যেন উলটপুরাণ। এক অভিনেত্রী নিজেই বলছেন, সমসাময়িক দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান। তিনি আলিয়া ভাট। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে তিনি একই ছবিতে কাজ করতে ইচ্ছুক।
তাঁর কথায়, ক্যাটরিনা আমার খুব কাছের বন্ধু। তাই, আমরা সবসময়ই একসঙ্গে ছবি করার কথা বলি। দীপিকার সঙ্গেও এনিয়ে কথা হয়। ওরা দু’জনই দারুণ অভিনেত্রী। ওদের সঙ্গে কাজ করতে পারলে খুব মজা হবে। দীপিকা আর ক্যাটরিনার সঙ্গে আমি কথা বলে রেখেছি যে আমরা একই ছবিতে একসঙ্গে কাজ করব। একাধিক অভিনেত্রী আছে এমন ছবির অফার কখনও আমার কাছে আসেনি। শুধু মহিলারাই থাকবেন এমন একটা ছবি আমি মন থেকে করতে চাই।
আলিয়া ও ক্যাটরিনা যে ভালো বন্ধু তা তাদের সোশাল সাইট অ্যাকাউন্টগুলি দেখলেই বোঝা যায়। মাঝেমধ্যেই একসঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা। সম্প্রতি, নেহা ধুপিয়া সঞ্চালিত BFFs with Vogue নামক TV শো-তে একসঙ্গে এসেছিলেন এই দুই বলিউড ডিভা।