জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেকবারই মামলায় জড়িয়েছেন তিনি। এর মধ্যে একটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। প্রায় দুই দশক ধরে চলে আসা এ মামলার রায় আগামী ৫ এপ্রিল ঘোষণা করবেন যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সালমান খানের আইনজীবীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৩ সেপ্টেম্বর এ মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। বাদি পক্ষের আইনজীবী প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তুলে ধরেন। ২৩ অক্টোবর বাদি পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর সালমানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় এবং তা শেষ হয় চলতি বছর ৪ ফেব্রুয়ারি। এরপর মামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ২৪ মার্চ এটি শেষ হয়।