টানা ১৫ ম্যাচে জয়ের রেকর্ড নিয়ে মিয়ামি ওপেনের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন হুয়ান মার্টিন দেল পোর্তো। বিশ্বের এক নম্বর খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে ফাইনালে হারিয়ে সর্বশেষ ইন্ডিয়ান ওলেলস শিরোপার স্বাদও নেন এ আর্জেন্টাইন তারকা। তবে পোত্রোর জয় যাত্রা থামালেন জন ইজনার। ফ্লোরিডায় মিয়ামি ওপেনে দেল পোত্রোকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেন এ মার্কিন তারকা। দাপুটে নৈপুণ্যে মাত্র ১ ঘণ্টা ২২ মিনিট স্থায়ী লড়াইয়ে ইজনার আদায় করেন ৩৯ উইনার। এতে ম্যাচ শেষে ৬-১ ও ৭-৬ (৭-২ গেমে জয় দেখেন ইজনার।
প্রথম সার্ভে তিনি জেতেন ৮৩% পয়েন্ট। এতে সার্ভিসে ইজনার হাঁকান ১৬টি এইস। সেমিফাইনালের প্রথম সেট জিততে তিনি সময় নেন মাত্রই ২৭ মিনিট। চরতি মৌসুম ২১ ম্যাচে জয়ের রেকর্ড মার্টিন দেল পোত্রোর। এটিপি প্রতিযোগিতায় চলতি মৌসুম আর কোনো খেলোয়াড়ের এমন কৃতিত্ব নেই। চলতি মাসেই ক্যালিফোর্নিয়ায় দেল পোত্রো নেন ইন্ডিয়ান ওয়েলস শিরোপার স্বাদ। এটিপি মাস্টার্স-১০০০ প্রতিযোগিতায় ক্যারিয়ারে এটি ছিল দেল পোত্রোর প্রথম শিরোপা। এবারের মিয়ামি ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভারেভের বিপক্ষে শিরোপার লড়্াইয়ে নামবেন ইজনার। আসরের অপর সেমিফাইনালে জার্মান তারকা জাভারেভ স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে জয় কুড়ান।